পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর বিধানসভার মাত্র একটি বুথে মৃত ভোটারের সংখ্যা ৪৯ জন। যেখানে ওই বুথে ভোটার সংখ্যা ৭১৫ জন। ইলেকশন কমিশনের এর কাছে অভিযোগ দায়ের বিজেপির। অভিযোগের সত্যতা খুঁজতে একের পর এক মৃত ভোটারদের বাড়িতে গিয়ে তথ্য তালাশ আমাদের।

প্রত্যেকের বাড়িতেই গিয়ে দেখা গেল কেউ মারা গিয়েছে তিন বছর আগে, কেউ মারা গেছে চার বছর আগে তো কেউ মারা গেছে সাত বছর আগে। এমনকি এক পরিবারের একাধিক সদস্য মারা যাওয়ার পরেও ভোটার লিস্টে জ্বলজ্বল করছে তাদের নাম।ভোটার লিস্টে মৃত ভোটারদের নাম থাকা নিয়ে প্রশাসনের ঘাড়েই দায় ঠেললেন মৃতদের পরিবারের সদস্যরা।

অন্যদিকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া যার দায়িত্ব। সেই বিএলও প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করলেও পরে চাপের মুখে পড়ে সরাসরি দায় চাপিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের উপর। বারবার মৃতদের তথ্য জমা দিলেও নাম বাদ যায়নি ভোটার তালিকা থেকে, বাদ দাবি BLO র। এত মৃত ভোটারের নাম কিভাবে ভোটার তালিকায়? আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম মেদিনীপুর সদরের মহকুমা শাসককে। যদিও তার দাবি, এবছরের শুরু থেকে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন তারা। ভোট পূর্ববর্তী সময়ে যে ড্রাফট রোল প্রকাশ হবে ইলেকশন কমিশনের তরফে সেই ড্রাফট রোলে বেশিরভাগ মৃত ভোটারদের নামই থাকবে না বলে দাবি করেছেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। অন্যদিকে এই ঘটনায় শাসকদলকে নিশানা বিজেপির। ইতিমধ্যেই জেলাশাসক ও কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিকের অফিসে ইমেইল মারফত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কর গুচ্ছাইত। শাসক দলকে কড়া ভাষায় নিশানাও করেছেন তিনি।