Skip to content

মেদিনীপুরে নিট দিতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বছর ১৯-র ছাত্রী!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট দিতে এসে সাপের ছোবল আক্রান্ত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বছর ১৯-র ছাত্রী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয়ে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ১৯ বছরে ছাত্রী লিপ্সা সাউ বাবা-মা'র সঙ্গে গাড়িতে করে নির্ধারিত সময়ে রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিল। এরপর, রোল নম্বর অনুযায়ী নির্ধারিত রুমেও চলে যায় লিপ্সা। যেহেতু বেলা ২টো থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তাই হাতে বেশ কিছুক্ষণ সময় থাকায় স্কুলের শৌচাগারে গিয়েছিল। সেই সময়ই তার পায়ে একটি সাপ ছোবল মারে বলে দাবি লিপ্সার। ওই তরুণীর চিৎকার শুনতে পেয়ে বাকি পরীক্ষার্থীরা ছুটে যান টয়েলেটের দিকে। লিপ্সাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা-মা। সঙ্গে সঙ্গেই তাঁরা নিজেদের গাড়িতে করে লিপ্সা-কে নিয়ে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই পরীক্ষাকেন্দ্রে! হাসপাতাল সূত্রে খবর, লিপ্সাকে একটি চিতি সাপ কামড়ে ছিল। তাঁর রক্ত পরীক্ষা করার পরে অ্যান্টিভেনম দেওয়া হয়। অন্যদিকে, নিট পরীক্ষার ক্ষেত্রে 'নির্দিষ্ট' পরীক্ষাকেন্দ্র ছাড়া হাসপাতাল বা কোথাও পরীক্ষা দেওয়ার নিয়ম নেই! প্রাথমিক চিকিৎসার পরই তাই লিপ্সা পরীক্ষাকেন্দ্রে (রাঙামাটি স্কুলে) ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। নিজের 'মূল্যবান' একটা বছর নষ্ট করতে চায়নি সে! লিপ্সার বাবা পূর্ণ চন্দ্র সাউ এবং মনোরমা সাউ-ও মেয়ের 'সাহসী' সিদ্ধান্ত-কে মেনে নিতে বাধ্য হন। কিছুটা ঝুঁকি নিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ অমতেই বেলা ১টা ৪৫ নাগাদ তাঁরা হাসপাতাল থেকে পরীক্ষাকেন্দ্রের দিকে রওনা দেন। 'দৃঢ়চেতা' লিপ্সা পরীক্ষা দেওয়া শুরুও করে। তবে, ঘন্টাখানেকের মধ্যেই সে অসুস্থতা বোধ করে! একবার বমিও করে। এরপরই, ফের ইনভিজিলেটরদের তরফে লিপ্সার বাবা-মা'কে খবর দেওয়া হলে, তাঁরা প্রায় অচৈতন্য অবস্থায় মেয়েকে গাড়িতে চাপিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে লিপ্সা। তাঁর বাবা-মা সন্ধ্যা নাগাদ জানিয়েছেন, "খুব দুশ্চিন্তার মধ্যে আছি আমরা!” এই ঘটনায় একদিকে যেমন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনই লিপ্সার মনের জোরের তারিফ করেছেন সকলে।তবে, নিটের 'পরীক্ষাকেন্দ্র' হওয়ায় স্কুল কর্তৃপক্ষের তরফে আগাম যে সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিৎ ছিল, তাও দাবি করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

Latest