Skip to content

শূন্য নয়, মাইনাস নম্বরেও ডাক্তার? নিট-পিজি সিদ্ধান্তে বিতর্ক!

1 min read
প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা : ডাক্তার হতে গেলে মেধা চাই—এটাই এতদিন ছিল সমাজের চিরাচরিত ধারণা। কিন্তু সেই ধারণা এবার বড়সড় ধাক্কা খেল। নিট-পিজি (NEET-PG) ২০২৫ পরীক্ষায় শূন্য এমনকি মাইনাস ৪০ পার্সেন্টাইল পেয়েও এমডি (MD) ও এমএস (MS)-এর মতো মেডিক্যাল স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ মিলতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্স (NBE) চলতি বছরের নিট-পিজি পরীক্ষার কাট-অফ নম্বর পর্যালোচনা করে সম্প্রতি তা সংশোধন করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশে ৯ জানুয়ারির বিজ্ঞপ্তিতে তৃতীয় রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের (SC, ST, OBC) কাট-অফ নামিয়ে আনা হয়েছে মাইনাস ৪০ পার্সেন্টাইল পর্যন্ত।


পাঁচ মাসেও ফাঁকা ১৮ হাজার আসন ২০২৫ সালের ১৯ আগস্ট নিট-পিজির ফল প্রকাশিত হলেও, একাধিক রাউন্ড কাউন্সেলিং শেষ হওয়ার পরেও সারা দেশে প্রায় ১৮ হাজারের বেশি পিজি মেডিক্যাল আসন ফাঁকা রয়ে গেছে। সেই আসন পূরণ করতেই এই চরম সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা ০ পার্সেন্টাইল বা নেগেটিভ পার্সেন্টাইল পেয়েছেন, তাঁরাও এবার কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। যদিও কর্তৃপক্ষের দাবি, কাট-অফ শূন্যে নামলেও ভর্তির তালিকা র‍্যাঙ্ক অনুসারেই হবে। অর্থাৎ, মাইনাস নম্বর পাওয়া পরীক্ষার্থীরা থাকবেন তালিকার একেবারে শেষে। শুধুমাত্র তাঁদের আগের প্রার্থীরা ভর্তি না হলে বা নির্দিষ্ট আসন ফাঁকা থাকলেই সুযোগ মিলবে।


এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে একাধিক চিকিৎসক সংগঠন। তাঁদের বক্তব্য,
“যে পরীক্ষার্থী পরীক্ষায় ন্যূনতম যোগ্যতাও অর্জন করতে পারেননি, তাঁকে কীভাবে ভবিষ্যতের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলা সম্ভব?” চিকিৎসকদের একাংশের আশঙ্কা, এর ফলে মেডিক্যাল শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে সরাসরি রোগী পরিষেবায়। মানুষের জীবন ও স্বাস্থ্যের মতো সংবেদনশীল ক্ষেত্রের সঙ্গে আপস করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। আসন না শিক্ষার মান—কোনটা অগ্রাধিকার? সরকারি মহলের যুক্তি, আসন ফাঁকা রেখে দেওয়ার চেয়ে অন্তত শিক্ষার্থী ভর্তি করানো ভালো। কিন্তু প্রশ্ন উঠছে— আসন পূরণই যদি একমাত্র লক্ষ্য হয়, তবে মেধার মানদণ্ড কোথায় দাঁড়াল? যেখানে একদিকে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতির কথা বলা হচ্ছে, অন্যদিকে সেখানে নেগেটিভ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের জন্য দরজা খুলে দেওয়া কি আদৌ যুক্তিসঙ্গত?

Latest