Skip to content

অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে অ-হিন্দু কর্মচারীদের জন্য প্রস্তাব পাশ কর্তৃপক্ষের,"স্বেচ্ছাবসর নিতে হবে, না হলে তাঁদের অন্য সরকারি দফতরে বদলি করা হবে"

1 min read

নিজস্ব সংবাদদাতা : তিরুমালা তিরুপতি দেবস্থানম  (টিটিডি) একটি প্রস্তাব পাশ করিয়েছে যে অ-হিন্দু সম্প্রদায়ের আর কেউ অন্ধ্রপ্রদেশের তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরের কোনও কাজে আর নিযুক্ত থাকতে পারবেন না। বলা হয়েছে, মন্দিরের অ-হিন্দু কর্মচারীদের হয় স্বেচ্ছাবসর নিতে হবে, না হলে তাঁদের অন্য সরকারি দফতরে বদলি করা হবে। উল্লেখ্য, প্রায় ৭হাজার জন স্থায়ী কর্মচারী ও ১৪ হাজার জন অস্থায়ী কর্মচারী রয়েছেন তিরুপতি মন্দিরের দৈনন্দিন এবং প্রশাসনিক কাজের জন্য । এই কর্মচারীদের মধ্যে অন্তত ৩০০ জন অ-হিন্দু সম্প্রদায়ের মানুষ। গত ৩১ অক্টোবর টিটিডি-র মাথায় বসানো হয়েছিল বিআর নায়ডুকে।তার পরেই তিনি ইঙ্গিত দেন,মন্দির কেবল হিন্দুদের দ্বারাই পরিচালনার বিষয়ে উদ্যোগী হবেন। যদিও মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অধিকাংশ কর্মচারী সংগঠন। একটি সংগঠনের এক নেতার কথায়, “টিটিডির বিধিতেই এই বন্দোবস্তের কথা বলা হয়েছিল। এত দিনে তা কার্যকর করার কথা বলা হল।”

Latest