Skip to content

সমুদ্রে যাত্রা শুরু করবে প্রমোদতরী ‘এম ভি নিবেদিতা’, দিঘায় পাওয়া যাবে গোয়ার স্বাদ!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : প্রায় সারা বছর ধরেই দিঘায় থাকে পর্যটকদের ভিড়। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে ভিড় জমান। যোগাযোগ ব্যবস্থা নিয়েও তেমন কোনও সমস্যা নেই। তবে সেই দিঘায় এবার আকর্ষণ বাড়ছে আরও। বর্তমানে দিঘায় তৈরি হয়েছে সহজ পাঠ পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরও অনেক কিছু। তবে সমুদ্রবক্ষে প্রমোদতরী নিয়ে যদি ঘোরা যায়? দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগেই চালু হচ্ছে এই প্রমোদতরী। প্রশাসনের তরফে জানা গিয়েছে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রবক্ষে থাকবে বিনোদনের ব্যবস্থা। হবে গান-বাজনা, খাওয়া-দাওয়া করা যাবে রেস্তোরাঁয়, থাকবে ডিজে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তরীতে মোট ২ টি ডেক থাকছে। যাত্রীদের বসার জন্য থাকবে ৮০ টি আসন। ঘুরে দেখানো হবে মোহনা, ম্যানগ্রোভ। এই ভ্রমণের খরচ কত, তা এখনও জানানো হয়নি। আপাতত চম্পা নদীর মোহনায় নোঙর করা রয়েছে প্রমোদতরী ‘এম ভি নিবেদিতা’। ২০২৩ সালের ডিসেম্বরেই এই পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা কিছুটা পিছিয়ে যায়। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আগামী জুলাই মাসেই বর্ষাকালে দিঘার সমুদ্রে যাত্রা শুরু করবে প্রমোদতরী ‘এম ভি নিবেদিতা’। এই প্রমোদতরী নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা ছিল পর্যটকদের।

Latest