Skip to content

অ্যাথলেটিক্সে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে মেদিনীপুরে নতুন উদ্যোগ, চালু অস্মিতা লীগ !

সেখ ওয়ারেশ আলী : মেয়েদের অ্যাথলেটিক্সে অংশগ্রহণ বাড়াতে মেদিনীপুরে নতুন উদ্যোগ, মেদিনীপুরে বালিকাদের অ্যাথলেটিক্সে আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান নতুন অ্যাথলেট খুঁজে বের করতে অরবিন্দ স্টেডিয়ামে শুরু হতে চলেছে ‘অস্মিতা লীগ’। জেলার প্রতিটি স্কুলের বালিকাদের দ্রুত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, কারণ লিগ শুরুর আগে হাতে সময় খুবই কম।এদিন এক সাংবাদিক বৈঠকে লিগের যাবতীয় তথ্য তুলে ধরেন সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই। তিনি জানান, আগামী ২১ নভেম্বর অরবিন্দ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে অস্মিতা লিগের।

বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য সুব্রত কুমার পান, তারাপদ পাল সহ অন্যান্য কর্মকর্তারা। তাঁদের মতে, এই লিগ জেলার কন্যা অ্যাথলেটদের সামনে নতুন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করবে।

Latest