Skip to content

প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন আইএফএস অফিসার নিধি তেওয়ারি!

নিজস্ব সংবাদদাতা :প্রধানমন্ত্রী নয়া ব্যক্তিগত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আইএফএস নিধি তিওয়ারি। জারি করা সরকারি নির্দেশ অনুসারে, নিধি তিওয়ারির নিয়োগের বিষয়ে মন্ত্রিসভা নিয়োগ কমিটি (ACC) চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অবিলম্বে তিনি তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। নিধি তেওয়ারি, ভারতীয় ফরেন সার্ভিসের ২০১৪ -ব্যাচের অফিসার। কেন্দ্রীয় সরকারি দফতরের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি নিধি তিওয়ারির নিয়োগে অনুমোদন দিয়েছে। নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীর বাসিন্দা ওই অফিসার হবেন ব্যক্তিগত সচিব পদে সর্বকনিষ্ঠ অফিসার।২০২২ সালে আন্ডার সেক্রেটারি পদে পিএমও-তে যোগ দেন নিধি। ২০২৩ সালে ডেপুটি সেক্রেটারি পদে প্রোমোশন হয় তাঁর। এছাড়া প্রধানমন্ত্রীর দফতরে বিদেশ ও সুরক্ষা সংক্রান্ত বিভাগে কাজ করেছেন তিনি। বিদেশনীতি, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব ছিল তাঁর উপর। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তাঁর যে জ্ঞান আছে, তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তাঁর হাতে।

Latest