নিজস্ব সংবাদদাতা : পথ চলা শুরু হয়েছিল উত্তর ভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে। এর পরে পেরিয়ে গিয়েছে দীর্ঘ সময়, পাল্টেছে নামও। তবে, অব্যাহত রয়েছে তার কাজ। শতবর্ষের আঙিনায় দাঁড়িয়ে সমানভাবে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে চলেছে আজকের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। ঘাটাল গান্ধী মিশন ট্রাস্টের উদ্দেশ্যে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আত্মপ্রকাশ সভা অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাল গান্ধী মিশন ট্রাস্টের কর্নধার নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই)।এই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব অনিল ধর, রাজ্য সচিব- প্রণবেশ দাস , ভারত সভার তোমারেল সেক্রেটারী এবং রাজ্যের প্রাক্তন শিক্ষা অধিকর্তা মানিক চন্দ্র দোলই ও প্রাক্তন প্রধান শিক্ষক-অরুণ মুখপাধ্যায়।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক বরুণ কুমার বিশ্বাস ।উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে গুনী ব্যাক্তিডান, কবি, সাহিত্যিক ব্যাক্তিবর্গ, প্রত্যেকে নিডোর বক্তব্যের মাধ্যমে বাংলা ভাষার গুরুত্ব, বাংলা ভাষার সমাদর এবং ঘাটালে সর্বভারতীয় এই সংগঠনের নতুন শাখার প্রয়োজনীয়তার তুলে ধরেন। সবার হাতে একটি করে বিদ্যাসাগর মূর্তি দেওয়া হয়। এছাড়াও গান, আবৃ িকবিতার মধ্যমে সন্তু সমাজের কাছে এক অভিনব বার্তা পৌঁছে দেন প্রত্যেকে।