Skip to content

বিহারের রাজনীতিতে ফের ইতিহাস গড়লেন নীতীশ কুমার!

 নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ২০শে নভেম্বর পাটনার গান্ধী ময়দানে দশমবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। শপথগ্রহণের সেই মঞ্চে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান। বিহারের রাজনৈতিক ক্যালেণ্ডারে এই ঘটনাকে বহু পর্যবেক্ষক নতুন মোড় বলে মনে করছেন। কারণ বুধবারই বিহার বিধানসভায় নীতীশকে এনডিএ-র নেতা হিসেবে বেছে নেওয়া হয়। তার পরই তিনি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান।নীতীশ কুমারের বিহার শাসনের ইতিহাস অনেক লম্বা।

May be an image of crowd

২০০৫ সাল থেকে আজ পর্যন্ত বিহারের রাজনীতিতে প্রধান মুখ হয়ে রয়েছেন তিনি। মাঝে কয়েক মাস বাদ দিলে গত দুই দশকে পাটনার নেতৃত্বের আসন তাঁর হাতেই। যদিও এই সময়ের মধ্যে তাঁর রাজনীতিতে বারবার এসেছে জোটের রদবদল। কখনও বিজেপির সঙ্গে, কখনও মহাগঠবন্ধনের সঙ্গী হয়ে ক্ষমতায় থেকেছেন নীতীশ। রাজনৈতিক সমীকরণ বদলালেও মুখ্যমন্ত্রীর চেয়ারে তাঁর দখল অটুট থেকেছে। 

Latest