নিজস্ব সংবাদদাতা : এবার খড়গপুর রেলওয়ে জমির খালি করে দেওয়ার জন্য নোটিশ পাঠানো হল বিভিন্ন রাজনৈতিক দলকে। ১৭ই এপ্রিল বৃহস্পতিবার খড়গপুর রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে খড়গপুর রেলওয়ে প্রশাসন রেলওয়ে কলোনি এলাকার রেলওয়ে জমির দখল অপসারণের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে একটি নোটিশ জারি করে দেওয়া হয়েছে। এই রাজনৈতিক দলগুলির মধ্যে, তৃণমূল কংগ্রেসের (AITMC) ২১টি অফিস, সিপিআই(এম)-এর ১টি অফিস, কংগ্রেস পার্টির ২টি অফিস এবং বিজেপির ১২টি অফিস খড়গপুর রেলওয়ে কলোনিতে অবস্থিত। এই সমস্ত রাজনৈতিক দলের অফিস রেলওয়ে সম্পত্তি দখল করে অননুমোদিতভাবে পরিচালিত হচ্ছে। সকল জেলা ইনচার্জদের ১৫ দিনের মধ্যে রেলওয়ে এলাকা থেকে এই সমস্ত অননুমোদিত অফিস অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় খড়গপুর রেলওয়ে প্রশাসন ১৯৮৯ সালের আইআর আইন, ১৯৭১ সালের পিপিই আইন এবং আইআরডব্লিউএম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
