নিজস্ব প্রতিবেদন : রেলের কাউন্টার থেকে কাটা সংরক্ষিত আসনের টিকিট এবার অনলাইনে বাতিল করা যাবে। সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর ঘোষণা, টিকিট কাউন্টার থেকে কেনা টিকিট আইআরসিটিসি ওয়েবসাইট বা অনুসন্ধান নম্বর ১৩৯-এর মাধ্যমে অনলাইনে বাতিল করা সম্ভব। তবে টাকা ফেরৎ পেতে রেলে রিজার্ভেশন কেন্দ্রেই যেতে হবে। রেলমন্ত্রী আরও বলেন যে, "স্বাভাবিক পরিস্থিতিতে রেলের যাত্রী (টিকিট বাতিলকরণ এবং ভাড়া ফেরত) বিধি ২০১৫ অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট অথবা ১৩৯-এর মাধ্যমে অনলাইনেও পিআরএস কাউন্টারের টিকিট বাতিল করা যেতে পারে। কিন্তু টিকিটের দাম ফেরৎ পেতে হলে রিজার্ভেশন কাউন্টারের মূল পিআরএস কাউন্টারে বাতিল টিকিটের কপি নিয়ে যেতে হবে।"