নিজস্ব সংবাদদাতা : প্রতি বছর ২২শে এপ্রিল সারা বিশ্ব পৃথিবী দিবস উদযাপন করে। এই দিনটিকে বিশ্ব ধরিত্রী দিবসও বলা যায়। বিশ্ব পৃথিবী দিবস উদযাপন হলো NSS unit থেকে। ড্রয়িং, আন্তবিদ্যালয় কুইজ সেমিনার করা হয়। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী রা অংশ নেয়। প্রথম দ্বিতীয় তৃতীয় কে রুপার মেডেল মানপত্র ও চারাগাছ দেওয়া হয়। সহযোগিতায় চককুমার এসোসিয়েশন ও মেদিনীপুর কুইজ কেন্দ্র। NSSএর স্পেশাল ক্যাম্প সাতদিন ধরে হবে নানান কর্মসূচী তার আজকে শুভ সূচনা। প্রোগ্রাম অফিসার মনিকাঞ্চন রায় এর নেতৃত্বে এই প্রোগ্রাম হলো। বিদ্যালয়ের পক্ষে শুভেন্দু বিকাশ রায়, সুদীপ্তা দাস NSS এর তদারকি কমিটির মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন। জেলা আইনি সচেতনতা দপ্তরের মহম্মদ মূর্তজা সাহেব ও চককুমার এসোসিয়েশন এর ত্রিদিপ চক্রবর্তী ও বিশিষ্ট জনেরা।