পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : নূতন বিডিও রোমান মণ্ডল শনিবার কর্নগড় অঞ্চলের রানী শিরোমণি গড় পরিদর্শন করলেন। তার সাথে ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ। শনিবার শালবনি ব্লকের নতুন বিডিও রোমান মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ কে সঙ্গে নিয়ে শালবনি ব্লকের ঐতিহাসিক স্থান কর্নগড় অঞ্চলের রানী শিরোমণি গড় পরিদর্শন করেন। সেই সঙ্গে তিনি ওই এলাকার বাসিন্দাদের সাথেও কথা বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানী শিরোমনি গড়ের উন্নয়নের জন্য কাজ করেছেন। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য রাণী শিরোমনি গড় কে সাজানোর কাজ শুরু হয়েছে। পর্যটকদের থাকার জন্য অতিথি নিবাস তৈরি হয়েছে। কর্নগড় যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। প্রতিদিন বহু মানুষ কর্ণগড় মা মহামায়ার মন্দিরে গিয়ে পুজো দেন এবং ওই এলাকা ঘুরে দেখেন। তাই আগামী দিনে রানী শিরোমণি গড়কে আরো নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তাই শনিবার রানী শিরোমণিগড় পরিদর্শন করেন শালবনি ব্লকের নতুন বি ডিও রোমান মন্ডল।