Skip to content

গর্ভবতী অবস্থায় অলিম্পিক মাতালেন মিসরের নাদা!

 নিজস্ব সংবাদদাতা :  সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও, লড়ে জিতে নেওয়াটাই ছিল প্রথম লক্ষ্য। সাত পাঁচ না ভেবে তাই প্যারিসে অনুষ্ঠিত ২০২৪ সালের অলিম্পিক গেমস-এ সগর্বে অংশ নিয়েছিলেন মিশরীয় ফেন্সার নাদা হাফেজ।এবার অলিম্পিকে তিনি এসেছিলেন গর্ভবতী অবস্থায়। পেটে ছিল ৭ মাসের সন্তান। টানা তৃতীয় অলিম্পিক খেলতে নামা নাদা নিজের প্রথম ম্যাচে বিশ্বের দশম তারকা যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভস্কিকে ১৫-১৩ পয়েন্টে হারান। তবে শেষ ষোলোয় উঠে দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা-ইয়াং জিওনের সঙ্গে হেরে যান তিনি। এ নিয়ে টানা তিন অলিম্পিক ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে অংশ নিলেন নাদা হাফেজ। প্যারিসের গ্রঁ পালাইয়ে কাল নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভস্কিকে ১৫-১৩ পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন নাদা।

তবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা-ইয়াং জিওনের সঙ্গে পেরে ওঠেননি; হেরে যান ১৫-৭ পয়েন্টে। হারের পর হাত নেড়ে বিদায় নেওয়ার সময় আবেগঘন হয়ে পড়েন এ মিসরীয়। জানান এবার লড়াইয়ে তার জন্য অন্যরকম গর্বের ব্যাপার ছিল, ‘এ অলিম্পিক আমার জন্য ভিন্ন, তিনবারের অলিম্পিক হিসেবে এসেছিলাম ছোট্ট অলিম্পিয়ানকে পেটে নিয়ে।’ ২০১৬ ও ২০২১ অলিম্পিকেও অংশ নেন নাদা। এবার অলিম্পিকে সাত মাসের গর্ভবতী অবস্থায় অংশ নেওয়া যে কতটা চ্যালেঞ্জের ছিল, সেটাও তিনি জানান আবেগঘনভাবে, ‘প্রেগনেন্সির এ রোলারকোস্টার বেশ কঠিন যাত্রা। জীবনের এ চ্যালেঞ্জ ও খেলাধুলা সব ভারসাম্য রাখার লড়াই অনেক তীব্র ছিল। আমি ভাগ্যবান আমার স্বামী ও পরিবারের আস্থা অর্জন করে এতদূর আসতে পেরেছি।’

৭ মাসের সন্তানকে গর্ভে নিয়েই অলিম্পিকে মিশরীয় ফেন্সার
৭ মাসের সন্তানকে গর্ভে নিয়েই অলিম্পিকে মিশরীয় ফেন্সার

Latest