নিজস্ব সংবাদদাতা : ভাঙছে সংসদীয় ঐতিহ্য। বরাবরই লোকসভার অধ্যক্ষ নির্বাচন করা হয় সর্বসম্মতিক্রমে। কিন্তু, ১৮তম লোকসভায় শাসক জোট এনডিএ অধ্যক্ষ হিসেবে ওম বিড়লাকে মনোনীত করেছে। এর পাল্টা কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ পদে প্রার্থী করেছে ইন্ডিয়া জোট। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ওম বিড়লাকে অধ্যক্ষ হিসেবে মেনে নেওয়ার জন্য একটি পূর্ব শর্ত দিয়েছিল ইন্ডিয়া জোট। এই নিয়ে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছতে পারেনি। ফলে, এই বার ঐতিহ্য ভেঙে ভোটাভুটি হতে চলেছে অধ্যক্ষ পদের জন্য।” কংগ্রেসের দলিত নেতা, কে সুরেশ এই বার অষ্টমবারের জন্য সংসদে পা রেখেছেন। সংসদীয় ঐতিহ্য অনুসারে তাঁরই প্রোটেম স্পিকার হওয়ার কথা ছিল। কিন্তু, সেই প্রথা ভেঙে সপ্তমবারের জন্য সাংসদ হওয়া বিজেপি প্রার্থী ভর্তৃহরি মাহতাবকে স্পিকার করা হয়েছে। এবার সেই কে সুরেশকেই অধ্যক্ষ পদে প্রার্থী করল ইন্ডিয়া। এই বিষয়টি উল্লেখ কর মোদী মন্ত্রিসভার সদস্য চিরাগ পাসওয়ান ইন্ডিয়া জোটের বিরুদ্ধে দলিত নেতাদের প্রতীকী প্রার্থী করার অভিযোগ তুলেছেন।সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “যখনই কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীরা বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখনই তারা দলিত তাস খেলে। ২০০২ সালে, তারা জানত উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচনে হেরে যাবে। সেই সময় তারা সুশীলকুমার শিন্ডেজিকে প্রার্থী করেছিল। ২০১৭ সালে, যখন তারা জানত রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাচ্ছে, তখন মীরা কুমারকে প্রার্থী করেছিল। এখন যখন স্পষ্টতই লোকসভার স্পিকার পদে নির্বাচিত হওয়ার জন্য তাদের কাছে প্রয়োজনীয় সংখ্যা নেই, তারা কংগ্রেসের দলিত নেতা সুরেশজিকে মনোনীত করল। অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর, কে সুরেশ বলেন, “এটা দলের সিদ্ধান্ত, আমার নয়। একটা ঐতিহ্য আছে, ডেপুটি স্পিকার হয় বিরোধী শিবির থেকে। কিন্তু বিজেপি এটা করতে চায় না। আমরা বেলা ১১টা বেজে ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করছিলাম। কিন্তু তাদের দিক থেকে কোন সাড়া পাওয়া যায়নি। তাই আমরা মনোনয়ন দাখিল করেছি।”