Skip to content

শুক্রবার বিকেলে এক ঘন্টা টানা বৃষ্টিতে মেদিনীপুর শহরের রাস্তা জলমগ্ন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে জল যন্ত্রণা নতুন কথা নয়। কিন্তু এবার শুক্রবার বিকেলে এক ঘন্টা টানা বৃষ্টিতে মেদিনীপুর শহরের মূল রাজা বাজার পঞ্চুরচক এলাকা রাস্তা জলমগ্ন হয়ে পড়ল। শুক্রবার দুপুর চারটা নাগাদ প্রায় এক ঘণ্টার বেশি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরল মেদিনীপুর শহরের রাস্তা। এক ঘন্টা বৃষ্টিতে দেখা গেল গোড়ালি সমান জল। এই জলের উপর দিয়ে যেমন যানবাহন যেতে অসুবিধা হচ্ছে তারই সাথে সাথে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদেরকে বাড়ি পৌঁছাতে দেখা গেছে কষ্টের মুখে । এক পথ চলতি সংবাদমাধ্যমকে বলেন মেদিনীপুর শহরে নিকাশি নালা একপ্রকারী বন্ধ হয়ে যাবার জন্য রাস্তার ওপর দিয়ে জল বইছে তাতেই দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে। শুক্রবারে স্কুল ছুটির সময় ছাত্র-ছাত্রীরা বাড়ি পৌঁছাতে এক গোড়ালি জলে তাদেরকে যেতে হচ্ছে। নিকাশি নালার বন্ধ করে ফুটপাত দোকান গুলো গজে উঠেছে। যার ফলে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথ চলতি মানুষ থেকে স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরকে।

Latest