Skip to content

রবিবার মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ চা-চক্রতে এসে সাংবাদিকদের মুখোমুখি!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল শহরে বাগদায় এলাকায় চা-চক্রতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগামী ২২ শে জানুয়ারি সোমবার রাম মন্দিরের উদ্বোধনের দিন সেই উপলক্ষে গোটা দেশ উত্‍সবের মেজাজে। পশ্চিমবঙ্গেও বিভিন্ন উত্‍সবের আয়োজন করেছেন রামভক্তরা। রামের বিরুদ্ধে য়ারা পথে নেমেছে এই রকম কোন হিন্দু সমাজ মেনে নেবে না। আমি বলছি সে যদি প্রকৃত হিন্দুর বাচ্চা হয়,এই রকম সংহতি মিছিলে হাঁটবে না। মিছিলে হাঁটবে জিয়াদি, রোহিংগারা,আর হাঁটবে তাঁদের হয়ে যারা কিছু করে খাচ্ছে, তাঁদের মতো কিছু মানুষ। তৃণমূল কংগ্রেসের ঘোষিত সংহতি মিছিল বা সংহতি দিবসকে তীব্র কটাক্ষ করলেন সাংসদ দিলীপ ঘোষ। এর পরেই দিলীপ ঘোষ বলেন, এখানে এসে শুনলাম, যেখানে যেখানে রাম মন্দিরের উদ্বোধনের উত্‍সবের আয়োজন হবে পুলিশ ধমকাচ্ছে। মাইক লাগাতে দিচ্ছে না, মাইক নামিয়ে নিতে বলছে, ডেকরেটরদের কে ধমকাচ্ছে, যাতে মাইক না দেয়। আমি হিন্দু সমাজকে আবেদন করব, আপনারা জোরদার করে রাম মন্দিরের উদ্বোধনের উত্‍সব করুন। ৫০০ বছর পরে রাম তাঁর বাড়িতে আসছেন, আমরা একদিনের উত্‍সব করছি, তাতে যদি কেউ বাধা দেয়, পুলিশ যদি মাইক বন্ধ করতে ,নামাতে আসে, মাইক খুলতে আসে, পুলিশকে ঘুরে তাদের প্যান্ট খুলে নিন, বাকি আমি দেখব, বিজেপি দেখবে। এমনই বিজেপি কর্মীদেরক বলে গেলেন দিলীপ ঘোষ।

Latest