Skip to content

আবারও হকাররা মেদিনীপুর কলেজ স্কোয়ারে ঘেরাও করছে, যার প্রতিবাদে কলেজের অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীরা অবরোধ করছে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সামনে থেকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার পরেও পুনরায় একই স্থানে হকাররা দোকান লাগানোর প্রতিবাদে এবার পথ অবরোধে সামিল অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষক শিক্ষিকাগণ। গত কয়েকদিন আগে মেদিনীপুর শহরকে যানজটমুক্ত রাখতে এবং মেদিনীপুরের ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে কুল ও কলেজের সামনে থাকা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেয় মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন। তবে শুক্রবার সকালে লক্ষ্য করা যায় পুনরায় কুল ও কলেজের সামনে কয়েকজন হকার ও ফুটপাত ব্যবসায়ীকে দোকান বসাতে। আর তারই প্রতিবাদে এবং কলেজ ও স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। কলেজ ও স্কুলের সামনে নতুন করে বসা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে, হকারও ফুটপাত ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে নেয়।

Latest