বাঁকুড়ার (Bankura Accident) ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। শেষ অবধি পাওয়া খবরে, বাস ও পিক আপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন। এদিন সকাল ৭টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল বেসরকারি বাস। উল্টোদিক আসা বাদাম বোঝাই পিক আপ ভ্যান বাসে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, পিক আপ ভ্যানের পিছনের ডানদিকের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি। ঘটনায় বিকট শব্দে ছুটে আসে স্থানীয় মানুষ ও ওন্দা পুলিশ। পিক আপ ভ্যানের ড্রাইভারকে বের করা হয়। পরে বাসের ড্রাইভার ও বাসযাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের নিয়ে ভর্তি করা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে।
ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ
