Skip to content

বৃষ্টির জন্য খোলা তারের বলি হচ্ছে রাজ্যে একের পর এক প্রাণ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : কিছুদিন ধরেই বৃষ্টি হছে জেলার জেলার আর খোলা তারের বলি হচ্ছে রাজ্যে একের পর এক প্রাণ। কিন্তু এরপরেও কি ঘুম ভাঙছে প্রশাসনের! ছবি তো এমন কথা বলছে না। মেদিনীপুর শহরের রিংরোড থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় যে বাতিস্তম্ভ গুলি রয়েছে সেখানে বেরিয়ে রয়েছে খোলা তার। বিপদজনক ভাবেই রয়েছে! তবে সেই তার ঢেকে দেবার কোনও উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে। ২৪ ঘন্টা আগেই হাওড়ার মালি পাঁচঘরায় খোলা তারে বিদ্যুৎপষ্ট হয়ে প্রাণ গীয়েছে এক পড়ুয়ার। রাজ্যে একের পর এক খোলা তার থেকে পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু এরপরেও হুশ ফেরেনি বিদ্যুৎ দপ্তর বা পুরসভার। কবে হুঁশ ফিরবে কর্তাদের? এ প্রশ্ন তুলছে মেদিনীপুরের সাধারণ মানুষই।অন্যদিকে এবিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান, গতকালই সমস্ত ত্রিফলা লাইটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যে গুলো রাইস দিয়ে সাজানো হয়েছিল সেগুলো বন্ধ করে দিয়েছি এবং যেখানে যেখানে বিদ্যুতের তার ঝুলছে বা বেরিয়ে রয়েছে, সেগুলো মেরামতের কাজ শুরু করা হয়েছে পুরসভার বিদ্যুৎ বিভাগের তরফে। কোন জায়গায় যদি শর্ট হয় পুরসভায় জানালে আমরা সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেবো।

Latest