পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : দেড় লক্ষ্যের বেশি ভোটে এগিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র নিজের দখলে রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী। বিপরীতে থাকা হিরণ্ময় চট্টোপাধ্যায়কে কড়া টক্কর দিয়ে তৃতীয়বার জয়ী হলেন তিনি।এরপর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন দেব। দেব বললেন, ভারতের যে রেজাল্ট এসেছে, তাতে বোঝাই যাচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া এখন সময়ের অপেক্ষা। যাঁরা ব্ল্যাকমেল করেন, আমিও ব্ল্যাকমেইল হয়েছি, যেভাবে ইডি, সিবিআই শেষ তিন বছরে আমার পিছনেও লাগানো হয়েছে,আজ এগুলো বলতে পারছি। নিশ্চয়ই চোরদের ধরা হবে, তাদের হাত থেকে দেশ বাঁচাকে হবে। তবে যাঁরা সত্যি এসবের মধ্যে থাকে না, কাজ করতে ভালবাসে, মানুষকে ভাল বাসতে ভাল বাসে, তাঁদেরকে এমন…। কাল রাতেও শুভেন্দু অনেক কিছু বলেছেন। আমি কোনওদিনই জবাব দিইনি, আজ সবাই আমার হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র জবাব দিয়েছে। বাংলার মানুষ জবাব দিয়েছে।