Skip to content

ডেবরায় সাংবাদিক সম্মেলন করে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী !

 নিজস্ব সংবাদদাতা : আগামীকাল উপনির্বাচনের ভোটগ্রহণ মেদিনীপুরে । তার আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সাংবাদিক সম্মেলন করে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জানালেন, প্রয়োজন পড়লে ভোটের দিনেই হবে অবরোধ। সেই সঙ্গে ভোট মিটলে সন্ধ্যায় পুলিশ সুপারের অফিস অবরোধের ঘোষণাও করেছেন তিনি।শুভেন্দু অধিকারীর অভিযোগ, “গত লোকসভা নির্বাচন যেভাবে হয়েছে সেই একই কায়দায় এখানকার যিনি এসপি তা করাতে চলেছেন। ওদের কাছে খবর আছে যে, ওদের তৃণমূল প্রার্থীকে তৃণমূলেরই একটা বড় অংশ সমর্থন করছে না। ওরা জানে আরজি কর কাণ্ডের পর একটিও মহিলা ভোট দেবেননা তৃণমূলে। এর ফলে পুলিশের অত্যাচার বিভিন্ন গ্রামীণ এলাকাতে শুরু হয়ে গিয়েছে বিকাল থেকে। ধেড়ুয়া, চাঁদড়া, কর্ণগড়, কাশিজোড়া, শালবনি চন্দ্রকোনা রোড, কেশপুর লাগোয়া এলাকায় এসব হচ্ছে।” মেদিনীপুরে পুলিশের নেতৃত্বে ভোট লুট হবে বলে অভিযোগ। বিভিন্ন এলাকায় সক্রিয় বিজেপি কর্মীদের আটক করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।ভোটের আগেই মেদিনীপুরের একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি হানা, পাকড়াও করার অভিযোগ উঠল। শুভেন্দু অধিকারী বলেন, বুধবার ডেবরা, চন্দ্রকোনা রোড, খড়গপুরে দলের কর্মীরা জমায়েত থাকবে। প্রয়োজনে সড়ক অবরোধ সহ যা যা করা দরকার সেটা করবো। সন্ধ্যা ৬ টার পরে আমি, দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী সকলের উপস্থিতিতে এসপি অফিস ঘিরে রাখবো। যদি আমাদের কর্মীরা ভোট দিতে না পারে তবে যেমন একদিকে চন্দ্রকোনা ও ডেবরা-সহ তিন জায়গায় অবরোধ হবে সাংসদ ও বিধায়কের নেতৃত্বে । তেমনই আমরা সন্ধ্যা ছ'টার পর এসপি অফিস ঘেরাও করব ।

Latest