নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঘাটলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার দু'দিন পর বৃহস্পতিবার বন্যা দুর্গত ঘাটালবাসীদের নিয়ে পদযাত্রায় সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন ঘাটালের কলেজ মোড় থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পদযাত্রা করেন বিরোধী দলনেতা ৷ ওই প্রতিবাদ মিছিল শেষে বিদ্যাসাগর সেতুর সামনে একটি পথসভাও করেন তিনি । এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে ৷পাশপাশি এদিন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, আপনারা ২০২৬ সালে বিজেপিকে ক্ষমতায় আনুন ৷ আমরা ক্ষমতায় এলে ঘাটাল মাস্টারপ্ল্যান করে দেব ৷