নিজস্ব সংবাদদাতা: বর্তমান যুগে OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড নাম টির সঙ্গে জড়িত প্রায় সকল মানুষ। এই নামটি এখনো শোনেনি এরম লোক বলতে হাতে গোনা মাত্র। কারণ এখনকার সময় OTP ছাড়া হয় না অনলাইন শপিং থেকে শুরু করে মোবাইলে অ্যাপ লগ ইনও। আর তারই মধ্যে ক্রমশ প্রতারণার ফাঁদে পড়ছে নানা মানুষ। এই প্রতারণা বিষয়টি মাথায় রেখেই এবার বড় পদক্ষেপ করল টেলিকম অথারিটি অব ইন্ডিয়া। আগামী ১ নভেম্বর থেকেই নতুন নিয়ম চালু করতে চলেছে TRAI. (Telecom Regulatory Authority of India) জানা গিয়েছে, TRAI বা টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়ানির্দেশ দিয়েছে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ব্যাঙ্ক, ই-কমার্স প্ল্যাটফর্ম ও অন্যান্য আর্থিক সংস্থা থেকে পাঠানো লেনদেন ও পরিষেবা সংক্রান্ত মেসেজ যাতে ট্রেস করা যায়। মূলত ওয়ান টাইম পাসওয়ার্ডর মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক কাজকর্ম রুখতে এই নির্দেশ। তারই সাথে বলা হয়েছে যদি কোনও প্রতারণামূলক মেসেজ হয়, তবে টেলিকম সংস্থাগুলিকে ওই মেসেজ ব্লক করতে বা আটকাতে হবে গ্রাহকের কাছে পৌঁছনোর থেকে। গত অগস্ট মাসে TRAI সমস্ত টেলিকম সংস্থাগুলিকে জানিয়েছিল, ব্যাঙ্ক, ই-কমার্স সাইট ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাঠানো মেসেজ বাধ্যতামূলকভাবে ট্রাক করতে হবে। এমনকি নির্দেশ না মানলে এই ধরনের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। আবার অন্যদিকে এও জানা গিয়েছে, টেলিকম সংস্থাগুলি রাজি থাকলেও, টেলিমার্কেটিং ও অন্যান্য সংস্থাগুলি রাজি নয় TRAI এর এই নিয়ম মানতে। টেলিমার্কেটিং সংস্থাগুলি চেয়েছে আরও দুই মাস সময়। যদিও এখনও পর্যন্ত TRAI এই আবেদনের জবাব দেয়নি।