Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার নিকটবর্তী জকপুর গ্রামের 'পুষ্পাঞ্জলী প্রণবীর নার্সারি'!

1 min read

সমীরণ ভৌমিক : পশ্চিম মেদিনীপুর জেলার জকপুর এলাকায় ব্যাপক হারে বেড়েছে ফুলের চারা গাছ তৈরির চাষ।ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই জকপুর 'পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি' একটি বড় ৩০০০(তিন হাজার) শ্রেণীর গোলাপ ফুলের রংবেরঙের, বাহারি ফুলের নার্সারি।যার মালিক হলেন প্রণবীর মাইতি।

তিনি একজন ভারত বিখ্যাত গোলাপ ফুল বিশেষজ্ঞ এবং নানা রকমের সিজন ফুল ও ফলের অলরাউন্ডার, সফলতম নার্সারি বিশেষজ্ঞ। প্রোপাইটর প্রণবীর মাইতি হলেন গোল্ড মেডেলিস্ট 'ইন্ডিয়ান রোজ ফেডারেশন'(IRF)'২০১৭। যেটি প্রদান করেছেন এক্স গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল কেসরী নাথ ত্রিপাঠী।

এই 'পুষ্পাঞ্জলী প্রণবীর নার্সারি' ইংরেজির ১৯৭৭ সালে চালু হয় প্রায় ১২ একর জায়গা জুড়ে এই গোলাপময় গ্রাম ও বাহারি ফুল ও ফলের গ্রাম রূপে আত্মপ্রকাশ হয়।এই নার্সারি পরিদর্শন করলেন দিল্লি হাইকোর্টের অ্যাডভোকেট রাহুল কুমার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের প্রাক্তন অফিসার এসএস জোশান(IRS)। দিল্লি থেকে তাঁদের পরিবার নিয়ে এই জকপুর 'পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি' দর্শন করতে এসেছিলেন ।

এছাড়াও এই নার্সারিতে ফুল কিনতে আসে ভারতবর্ষের বিভিন্ন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়, বড় বড় প্রাইভেট কোম্পানি। এই পুষ্পাঞ্জলি নার্সারির মালিক প্রণবীর মাইতি পশ্চিমবাংলার বহু ছোট ছোট নার্সারি মালিকদের,নানা রকমের ফুল ও ফলের গাছ অতি রিজনেবল প্রাইসে তাঁদের প্রদান করেন এবং কিভাবে এই গাছগুলি লাগানো হবে, কি কি সার, কীটনাশক দিতে হবে তিনি তা গাইড করেন।

এই ৩০০০ প্রজাতির গোলাপ ফুলের মধ্যে যার ২৩০০ বিদেশি বৈচিত্রের গোলাপ ফুল,৬০০ ভারতীয় বৈচিত্রের গোলাপ ফুল, ১০০ নিজেদের সৃজনশীল, অর্থাৎ ক্রিয়েটিভ বৈচিত্র্যময় গোলাপ ফুলের সমাহার জকপুর 'পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি '।এছাড়াও 'বিশ্ব বাংলা রোজ', 'আরশাদ ভাই রোজ', 'কবিগুরু গোলাপ' 'লেভেন্ডার সিম্প্লিসি', 'ফ্লোরি বান্ডা রোজ', মাল্টি কালার রোজ যাকে 'MINI CHAR' Rose, 'কন্যাশ্রী গোলাপ', 'গ্যালাক্সি গ্লো রোজ'(Foreign H.T.Rose ), ভোডাকম ল্যাভেন্ডা কালার ফ্লোরি বান্ডা রোজ চাষ করা হয়'।

এলাকার দরিদ্র মানুষদের, তাঁদের পরিবারের দৈনন্দিন জীবনের 'জীবন ও জীবিকা' এই জকপুর 'পুষ্পাঞ্জলী প্রণবীর নার্সারি। একটি মহৎ কাজের সঙ্গে লিপ্ত যা 'শিব জ্ঞানে জীব সেবার মাধ্যমে'। মহারাষ্ট্রের পুণেতে একটি ব্রাঞ্চ আছে। বাহারি গাছের গঠন সুন্দর করা হোক বা ফুলের গাছে রঙিন ফুলের বাহার, গাছ অনুযায়ী যত্ন দরকার।

ভাল মানের গাছ মানেই সন্তুষ্ট ক্রেতা। ভাল ভাবে শিকড়ের বিস্তার, রোগমুক্ত গাছ, অন্য পরিবেশে ঝিমিয়ে না পড়ার মতো বিষয়গুলি গুরুত্বপূর্ণ। গাছ না বাঁচলে বা ভাল না থাকলে ক্রেতারা ফিরে আসবেন না।বিভিন্ন ধরনের রঙিন ও আকর্ষণীয় ফুলের গাছ পাওয়া যায়, যেমন - গাদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, পেটুনিয়া ইত্যাদি, যা সাধারণত শীতকালে বেশি দেখা যায়, এবং যা বাড়ির বারান্দা বা ছাদে সাজানোর জন্য উপযুক্ত। এই নার্সারি থেকে শুধু গাছ নয়, টব, মাটি ও সারও কেনা যায়, যা বাগান করার জন্য অপরিহার্য। 

Latest