নিজস্ব সংবাদদাতা : ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু হাত থেকে পদ্মশ্রী সম্মান পেলেন বাংলার নৃত্যশিল্পী-অভিনেত্রী মমতা শঙ্কর। তিনি বলেন, "বাবা-মা কোনওদিন আমার নাচের প্রশংসা করেননি। এতে মনে হত আমি নিশ্চয়ই এখনও বলার মতো সেই জায়গায় পৌঁছাতে পারিনি। তাই অনুশীলনের পর অনুশীলন চালিয়ে যেতাম । পদ্মশ্রী পাবো কোনওদিনও ভাবিনি। সবই বাবা-মায়ের আশীর্বাদ। আমার সাঁইবাবা, মা-বাবা, যাঁরা আমাকে পুরস্কার দিলেন, আমায় যাঁরা ভালোবাসেন এবং যাঁরা আমাকে ভালোবাসেন না, সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ।
রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান পেলেন বাংলার শিল্পী মমতা শঙ্কর!
