Skip to content

পহেলগাঁও জঙ্গি হামলার ইসুতে পাকিস্তানকে কড়া ভাষায় নিশানা করলেন দিলীপ ঘোষ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পাকিস্তান ভয় পেয়ে গেছে যে কোন সময় ভারত তাদের উপর আক্রমণ করতে পারে তাই তারা আগে থেকে এইসব উৎপাত করছে। মানুষ ভয় পেলে যেমন আপু বিড়াল ভয় পেলে যেভাবে ফুসফুস করে এখন এরাও তাই করছে, ভয় পাওয়ার এটাই তাদের লক্ষণ। আদালতের হস্তক্ষেপে অবিলম্বে রাজ্যে ২৬ হাজার শিক্ষক নিয়োগ হওয়া উচিত না হলে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়বে। আমরা চাই এবং প্রত্যেকটি মানুষ চায় যে ধরনের দুর্নীতি হয়েছে সেগুলোর তদন্ত হচ্ছে তার সত্য রিপোর্ট সামনে এসে দোষীরা সাজা পায়। আগামী দিনে এরকম ঘটনার না হক যোগ্যরা চাকরি পায় এটা আমরা চাই। এছাড়া দীঘার জগন্নাথ মন্দির নিয়ে জিজ্ঞাসা করলে বলেন রাজ্যের যা হয় রাজনীতি ছবি ভোটকে কেন্দ্র করে উনি যতই মন্দির করুক না কেন ভোট পাবেন না। আর মন্দিরে তো সবাই যাবে হিন্দুরা। রাম মন্দির নিয়ে অনেক কথা উঠেছিল। পশ্চিমবঙ্গের যেভাবে দুর্নীতি হচ্ছে,আর যারা করছে মন্ত্রীত্ব থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী সহ প্রত্যেককে পদত্যেক করা দরকার। অশান্ত কাশ্মীর ইসুতে পাকিস্তানকে কড়া ভাষায় নিশানা করলেন মেদিনীপুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ।

Latest