Skip to content

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর জানালেন পহেলগাঁওয়ে হামলাকারীরা ‘স্বাধীনতা সংগ্রামী'!

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার ঘটনায় ভারত-পাক কূটনীতিক সম্পর্ক চরম আকার নিয়েছে। পাক বিদেশমন্ত্রী ইশাক দার বিবৃতি জারি করে জানালেন, পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছে তারা জঙ্গি নয়, স্বাধীনতা সংগ্রামী হতে পারে। তাঁর এই মন্তব্য বিশ্বজুড়ে শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তানের এই সাফাই আরও স্পষ্ট করে দিচ্ছে, জঙ্গিদের প্রতি তাঁদের সহমর্মীতা।বৃহস্পতিবার ভারতীয় মেডিকেল ভিসাসহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে পাকিস্তান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবার ফোন করলেন ,তিনি বলেন ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের খুঁজে বের করে তাড়ান। প্রত্যেক রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করুন এবং দ্রুত তাঁদের দেশে ফেরানোর বন্দোবস্ত করুন। রাজ্যে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কিনা সেটা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থেকে থাকেন তাহলে তাঁকে শনাক্ত করতে হবে এবং পাকিস্তানে ফেরত পাঠাতে হবে।

Latest