Skip to content

৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেদিনীপুরে পালকো হিরো শোরুমের রজত জয়ন্তী উদযাপন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেদিনীপুরের পালকো হিরো শোরুম তার রজতজয়ন্তী উদযাপন করেছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক উজ্জ্বল মুহূর্তে, মেদিনীপুরের পালকো অটো মোবাইল হিরো শোরুম তার ২৫তম প্রতিষ্ঠা দিবস, রজতজয়ন্তী, ধুমধামের সাথে উদযাপন করেছে।

২০০১ সালের এই দিনে যাত্রা শুরু করা হয়েছিল এই মোটর সাইকেল শোরুম। আজ জেলার গণ্ডি ছাড়িয়ে সাফল্যের নতুন দিগন্ত ছুঁয়েছে। হিরো শোরুমের কর্ণধার মোহন পাল জানান,“২৫ বছরে আমরা মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিতে পেরেছি। এই রজত জয়ন্তী উদযাপন শুধুমাত্র এই জেলার মানুষের আশীর্বাদ ও ভালোবাসার ফল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা,কাউন্সিলার মৌসুমী হাজরা, সমাজসেবী মদন মোহন মাইতি,পালকোর পক্ষ থেকে মোহন পাল ও সংস্থার ডিরেক্টর পার্থ প্রতিম পাল সহ শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন মধ্য দিয়ে সূচনা করে মেদিনীপুর বিধায়ক সুজয় হাজরা। দীর্ঘ দিনের অবদান ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ শোরুমের তিন জন অভিজ্ঞ টেকনিশিয়ান কে সম্মানিত করা হয়— প্রত্যেক কে ২৫ হাজার টাকার চেক ও স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

Latest