Skip to content

পাঁশকুড়ায় চিপস কান্ডে নয়া মোড়, মৃত নাবালকের মা’কে মামলা তুলে নিতে হুমকি!

নিজস্ব সংবাদদাতা :  সামান্য চিপস চুরির মিথ্যে অপবাদ! আর তার জন্য এক কিশোরকে এমন হেনস্থা করা হল। যে সে বাধ্য হয় চরম পদক্ষেপ করতে! পাঁশকুড়া চিপস কান্ডে এবার অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল আর এক হোমগার্ডের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবী, তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অবশেষে ঘটনার বেশ কিছুদিন পর ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়।

এবার মামলাটিকে তুলে নেওয়ার জন্য মৃত শিশুর পরিবারের ওপর চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ধৃত শুভঙ্করের প্রতিবেশী তমলুক পুলিশ লাইনে কর্মরত হোমগার্ড পুলক গোস্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

তিনি বলেন, “প্রতিবেশী পুলক গোস্বামী ও আরও কয়েকজন শুভঙ্করের বিরুদ্ধে মামলা তুলে নিতে বলেন। আমি রাজি হইনি।” তখনই তাঁকে হুমকি দেওয়া হয়। তাঁর নাবালিকা কন্যা রয়েছে। তিনি বলেন, “আমাকে বলে আরজি করের ঘটনা মনে আছে তো। আমাকে ও আমার মেয়েকে ধর্ষণ করে মেরে দেবে বলেছে। আরজি করের মতো অবস্থা করবে বলেছে।অন্যদিকে পাঁশকুড়া থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, লিখিত অভিযোগ এসেছে। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Latest