Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ব্যাঙ্ক থেকে ৮ লক্ষ টাকা প্রতারণা!

নিজস্ব সংবাদদাতা :  ২০২৪ সালে, ভারতে সাইবার জালিয়াতির পরিমাণ ছিল ২২,৮৪৫ কোটি টাকা। যা আগের বছরের থেকে ২০৬% বৃদ্ধি পেয়েছে এবং সরকার নিরাপত্তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।সাইবার প্রতারণা থেকে সাবধান। সাইবার অপরাধীরা মানুষকে প্রতারণা করার জন্য আরও উন্নত রিমোট অ্যাক্সেস ট্রোজান (RAT) এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (APK) সফ্টওয়্যার ব্যবহার করছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, RAT এবং APK হল এমন সফ্টওয়্যার যা সাইবার অপরাধীদের তাদের অজান্তেই দূরবর্তীভাবে একজন ব্যক্তির ডিভাইস নিয়ন্ত্রণ করতে দেয়। কিন্তু ঘাটালের Bank of India গ্রাহকদের সাথে যা ঘটলো, তা প্রমাণ করে দিলো-আমরা শুনছি, কিন্তু শিখছি না! ফের সাইবার প্রতারণার ফাঁদে পড়ে ঘাটালে খোয়া গেল প্রায় ৮ লক্ষ টাকা! কারণ সেই একটাই-ফোনে 'OTP' বলে দেওয়া। ঘটনাটি ঘটেছে ঘাটালের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। প্রতারকরা এবার কৌশল বদলেছে। তারা ব্যাঙ্কেরই পরিচিত কর্মীদের নাম করে গ্রাহকদের ফোন করছে। আর আমরা? 'ও ব্যাঙ্কের দাদাকে তো চিনি, ও যখন চাইছে দেই'-এই সরল বিশ্বাসেই নিজেদের সর্বনাশ ডেকে আনছি। পুলিশ আধিকারিকদের আক্ষেপ, 'মাইকিং হচ্ছে, ফোনে ওয়ার্নিং বাজছে, তবুও মানুষ কেনো যে ওটিপি দিয়ে দেয়!' দয়াকরে এভাবে কাউকে ওটিপি দেবেন না। সন্দেহ হলে ফোন কেটে সোজা ব্যাঙ্কে চলে যান।

সাইবার জালিয়াতি এড়াতে কী করবেন?
>সন্দেহজনক লিঙ্ক, ইমেল এবং কল থেকে সতর্ক থাকুন।
>শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং 2-ফ্যাক্টর প্রমাণীকরণ চালু করুন।
>শুধুমাত্র নিরাপদ ওয়েবসাইট খুলুন (https)।
>আপনার ব্যক্তিগত তথ্য কারুর সঙ্গে কোনভাবেই শেয়ার করবেন না।
>আপনার মোবাইল এবং কম্পিউটারের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।
>পাবলিক ওয়াই-ফাই থেকে লগইন বা ব্যাংকিংয়ের মতো সংবেদনশীল কার্যকলাপ করবেন না।

Latest

পাঁচবেড়িয়া লোহানিয়া স্কুলের শিক্ষক প্রত্যেক দিন স্কুলে মদ্য পান করে পড়ুয়াদের শিক্ষা দেন ও সুকান্ত হিন্দি প্রাইমারী স্কুলের পঠনপাঠনের অব্যবস্থা নিয়ে- খড়গপুরের এসআইকে অভিভাবক ও শিক্ষানুরাগীর বিক্ষোভ ও ডেপুটেশন!