নিজস্ব সংবাদদাতা : ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রাষ্ট্রসংঘ ঘোষিত দিনটি আমাদের আবারও মনে করিয়ে দেয় অধিকার সুরক্ষার মৌলিক প্রয়োজনীয়তা কী। ২০২৫ সালে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য'। এই বার্তাটি শুধু একটি থিম নয়। বরং আজকের আন্তর্জাতিক অস্থিরতা এবং অনিশ্চয়তায় ভরা সময়ের এক বাস্তব সত্য। তাই বুধবার পশ্চিম মেদিনীপুরে নাড়াজোল রাজ কলেজের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানি,কলেজের অধ্যক্ষ ড:বাসুদেব মণ্ডল, বিপ্লবী সংবাদ দর্পনের প্রধান ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বিবেকানন্দ রায় ,নাড়াজল রাজ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা ড:রাজশ্রী দেবনাথ, ড:তনুকা আর্চায,ড:বৈশালী গুহ এবং কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। মানবাধিকার আসলে কী? এটি সেই অপরিহার্য অধিকারগুলোর সমষ্টি, যা মানুষ হিসেবে জন্মগতভাবে আমাদের প্রাপ্য—স্বাধীনভাবে কথা বলার অধিকার, নিরাপদে থাকা, শিক্ষার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, নির্যাতন থেকে সুরক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার এবং মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার। আমরা প্রতিদিন যে খাবার খাই, যে পরিবেশে শ্বাস নিই, যে কথা বলি, যে নিরাপত্তায় ঘুমাই—এসবের সঙ্গেই মানবাধিকার জড়িয়ে আছে, অনেক সময় অদৃশ্যভাবে, অনেক সময় আমরা খেয়ালও করি না। মেয়েদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার প্রয়োজনীয়তার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে এবং মেয়েদের ক্ষমতায়ন এবং তাদের মানবাধিকার পূরণের প্রচার করার কথা বলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানি।