Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা মৃত্যু নাবালক-সহ তিন জনের দেহ!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চক রাধাবল্লভ গ্রামে।আবগারি দফতরের হাত থেকে বাঁচার জন্য সেপটিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম লুকিয়ে রাখা হত বলে অভিযোগ। স্থানীয়েরা মনে করছেন, সেপটিক ট্যাঙ্ক থেকে ওই সব সরঞ্জাম তুলতে গিয়েই এই দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই সেপ্টিক ট্যাঙ্কে নামে এক নাবালক। বেশ কিছুক্ষণ কেটে গেলেও ওই নাবালক ওঠেনি। স্থানীয় বাসিন্দা মৌমিতা মণ্ডল বলেন, “সকালে বাড়িতে সকলেই কাজ করছিলাম। হঠাৎ শুনি চিৎকার, বাচ্চা পড়ে গিয়েছে। বাড়ির দু’জন নামে বাচ্চাটাকে তুলতে। তারাও আটকে পড়ে। গ্যাসের কারণে তিনজনই মারা গিয়েছে। কাউকে বাঁচানো যায়নি। ওনারা আসলে চোলাই মদের ব্যবসা করতেন। সেই থেকে কিছু কি না জানি না।” ডেবরা থানায় পুলিশ খবর পেয়েই এলাকায় পৌঁছয়। তিনজনকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে।

Latest