Skip to content

চতুর্থ দফায় পথশ্রী প্রকল্পে ৯১২ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ হবে জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ২৩ ডিসেম্বর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজীন কৃষ্ণা এবং জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। তাঁরা জানান, বিভিন্ন সংস্থার মাধ্যমে এই রাস্তাগুলির নির্মাণ কাজ সম্পন্ন হবে।গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ পথশ্রী প্রকল্পের চতুর্থ দফায় পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হতে চলেছে। এই দফায় জেলাজুড়ে ৯১২ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬৫৯টি গ্রামীণ রাস্তা নির্মাণ করা হবে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৩ কোটি টাকা।এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার প্রত্যন্ত গ্রামগুলির সঙ্গে যোগাযোগ আরও মজবুত হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বাজারজাতকরণের ক্ষেত্রে গ্রামীণ মানুষের জীবনযাত্রায় এর সরাসরি প্রভাব পড়বে।

Latest