Skip to content

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার IPS ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের !

নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকে অফিসারদের বদলি সংক্রান্ত। প্রয়োজন অনুযায়ী অফিসারদের অন্যত্র বদলির নির্দেশ দিতে পারে কমিশন। এবারের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন বাংলায় এমন একাধিক পদক্ষেপ করেছে। লোকসভা ভোটের মাঝেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার IPS ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। সোমবারই দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। IPS ধৃতিমান সরকারকে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে বদলি করা যাবে না কমিশনের থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আগামিকাল বেলা ১১টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে তিন জন অফিসারের প্রস্তাবিত নামের তালিকা কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Latest