Skip to content

‘জল জীবন মিশন’ প্রকল্পের প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় জলের ট্যাঙ্ক,তারপরও সমস্যা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা :  প্রতি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘জল জীবন মিশন’ প্রকল্পের প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় জলের ট্যাঙ্ক। ২০১৮ সালে তৈরি হবার পরেও চালু না হওয়ায় সমস্যায় পড়েছে ঘাটালের বেশ কয়েকটি গ্রামের মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম এলাকায়।এদিকে জলের ট্যাঙ্ক চালু না হওয়ায় পাম্প থেকে সরাসরি পানীয় জল দেওয়া শুরু হয়েছে পাম্প চালিয়ে কাছাকাছি কয়েকটি ঘরে। গ্রামের বেশিরভাগ বাড়িতে ঠিকমতো পৌঁছায় না পানীয় জল, যার কারনে সমস্যায় পড়েছে মূলগ্রাম, বীর মোহনপুর, হেমনগর, আলুই,আজমনগর সহ বেশ কিছু গ্রামের মানুষ। জল না পেয়ে বাড়ছে ক্ষোভ।ঘাটালের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর, বলেন মূলগ্রামে ৬ কটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে PHE কাজটি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ করেছি, PHE নতুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছি এবং ঘাটালের মহকুমা শাসক কে জানাব, দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখার।

Latest