Skip to content

দিল্লির কুচকাওয়াজে ডাক পেল মেদিনীপুরের বেলদা বাবলপুর এলাকা সুদেষ্ণা!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন :  ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজে অংশ নেবে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাবলপুর এলাকার বাসিন্দা বেলদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুদেষ্ণা চন্দ। ছোটবেলা থেকেই শুরু হয়েছে তার প্রশিক্ষণ। নিজের দাদা রয়েছে পুলিশ বিভাগে। তাঁকে দেখেই অনুপ্রেরণা পায় বোন। বেলদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুদেষ্ণা চন্দর জন্ম নিম্নবিত্ত কৃষক পরিবারে। ছোটবেলা কেটেছে গ্রামীণ এলাকায়। অভাব, হাজারো প্রতিবন্ধকতা সুদেষ্ণার ছিল নিত্যসঙ্গী। যখন তার বয়স মাত্র ১৪ সেই সময় যোগ দেওয়া এনসিসিতে। যখন সুদেষ্ণা নবম শ্রেণীর ছাত্রী তখন থেকেই শুরু তার অসম লড়াই।দেশ মাতৃকার সুরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার বাসনা ছিল ছোট থেকেই। সেই আশা পূরণ হওয়ার কিছুদিন বাকি। তবে তার আগে গোটা দেশবাসীর সামনে সেনাবাহিনীর সঙ্গে কুচকাওয়াজ দেখানোর সুযোগ মিলল বেলদার সুদেষ্ণা।প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সামান্য কৃষক পরিবারে জন্ম সুদেষ্ণার। ছোট থেকে ইচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার। সেই থেকে শুরু হয় অসম লড়াই। যখন বয়স সবে চোদ্দ, নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই যোগ দেয় এনসিসিতে। প্যারেড, ক্যাম্প এসবের মধ্যেই দিন কাটে গ্রামের এই মেয়ের। কলেজে পড়া সামলেও চলে তার এনসিসির নানা প্রশিক্ষণ। বর্তমানে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের জন্য তৈরী হছে।

Latest