Skip to content

পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন সোনওয়ানে কুলদীপ সুরেশ!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : লোকসভা ভোটের মাঝেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার IPS ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। সোমবারই দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। IPS ধৃতিমান সরকারকে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে বদলি করা যাবে না কমিশনের থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন সোনওয়ানে কুলদীপ সুরেশ। পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার সোনওয়ানে কুলদীপ সুরেশ। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ডিসি (সেন্ট্রাল) পদে কর্মরত ছিলেন।

Latest

সোয়াদিঘী খাল সেচ দপ্তরের পূর্বের কাটিং চার্ট অনুসারে আগামী বর্ষার পূর্বে পূর্নাঙ্গ সংস্কার সহ ৫ দফা দাবীতে জেলা শাসক দপ্তরে ভুক্তভোগীদের   বিক্ষোভ!