Skip to content

চেয়ারে বসে কাজ করে দেওয়ার নামে কাটমানি নিচ্ছেন পঞ্চায়েত প্রধান!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নিজের চেয়ারে বসে টাকা নিচ্ছেন পঞ্চায়েত প্রধান! ভাইরাল ভিডিও প্রকাশে আসতেই শুরু রাজনৈতিক তরজা,তৃণমূল নেতাদের বিরুদ্ধে বার বার কাটমানি নেওয়ার অভিযোগ তোলে বিরোধীরা। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই শাসক দলকে করা নিশানা বিজেপি নেতৃত্বের। ভিডিওতে দেখা যাচ্ছে, শালবনি ব্লকের চার নম্বর বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতোর হাতে টাকা দিচ্ছেন এক ব্যক্তি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও চক্রান্তের তত্ত্ব খাড়া করেছে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাসের কটাক্ষ, এই ভিডিওতেই কাটমানি নেওয়ার প্রমাণ মিলছে। তৃণমূলের সংস্কৃতি তারা কাট মানি ছাড়া এগোয়ে না, এখানেও সেই সংস্কৃতিই দেখা গিয়েছে। বাকিবাঁধের মানুষ বিচার করুক তারা কাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। ঘটনা প্রকাশ্যে আসতে অস্বস্তিতে শাসকদল। মেদিনীপুর সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা জানিয়েছেন, তাকে দলের তরফে পুরো বিষয় জানতে চাওয়া হবে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দলীয় স্তর এবং প্রশাসনিক স্তরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই গোটা ঘটনার জের কোন দিকে গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার।

Latest