Skip to content

পশ্চিম মেদিনীপুরের ভাদুলিয়ার পাশে "পলাশ গাঁ" আদর্শ মডেল গ্রাম!

1 min read

পশ্চিম মেদিনীপুর  নিজস্ব সংবাদাতা :পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত শাল জঙ্গলে ঘেরা পিছিয়ে পড়া লোধা ও আদিবাসী অধ্যুষিত গ্রাম ভাদুলিয়া। এ বার পশ্চিম মেদিনীপুরের ভাদুলিয়ার জঙ্গলের মধ্যে ‘পলাশ গাঁ’ নামে এক আদর্শ মডেল গ্রাম গড়ে তুলতে উদ্যোগী মেদিনীপুরের আম্মা জনসেবা সোসাইটির একদল তরুণ-তরুণীরা। জঙ্গলের মাঝে ১৩০টি আদিবাসী পরিবার নিয়ে পিছিয়ে পড়া এক গ্রাম। শুপালন এবং গোরু-ছাগল চরিয়েই জীবিকা নির্বাহ করেন গ্রামের বেশিরভাগ পুরুষ ও মহিলা। প্রাথমিক বিদ্যালয় অবস্থিত ৪ কিলোমিটার দূরে। যেতে হয় জঙ্গলের রাস্তা পেরিয়ে।

পর্যাপ্ত পুষ্টির অভাব থাকলেও, প্রকৃতির মাঝে হেসেখেলে জীবন চলে যায় গ্রামের কচিকাঁচাদের। বাড়িতে সেই অর্থে প্রবেশ করেনি 'শিক্ষার আলো'! পশ্চিম মেদিনীপুরের ভাদুলিয়া গ্রামকেই আদর্শ গ্রাম 'পলাশ গাঁ' হিসেবে তুলে ধরতে উদ্যোগী হয়েছে মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা আম্মা জনসেবা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির একদল তরুণ-তরুণীরা।। গত মঙ্গলবার, মহা সাড়ম্বরে সেই 'পলাশ গাঁ'-র শুভ উদ্বোধনও হয়েছে।গ্রামের চারি পাশে লাগানো হয়েছে দু'হাজার পলাশ চারা। সেই চারা যাতে নষ্ট না হয়ে যায়, তা লোহা কিংবা বাঁশের বেড়ি দিয়ে ঘিরে ফেলাও হয়েছে ইতিমধ্যে। স্থানীয় প্রশাসন এবং কিছু সমাজকর্মীদের সহায়তায় ইতিমধ্যে বেশ কয়েক ধাপ এগিয়ে গেছেন সংগঠনের সভাপতি আবির আগরওয়াল(সাহেব), সম্পাদক নবীন কুমার ঘোষ, সুমন জানা, অর্ণব দাস, বিদিশা মণ্ডল, মানস মাইতি, মহঃ ইজাজরা। আর নিরন্তর তাঁদের পথ-নির্দেশ করে চলেছেন সংগঠনের চেয়ারম্যান পীযুষ কান্তি পাল। উপস্থিত ছিলেন, মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজসেবী আবির আগরওয়াল(সাহেব),সন্দীপ সিংহ,অসিত পাল, নির্মাল্য চক্রবর্তী। শুভেচ্ছাবার্তা পাঠান মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া,মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। শিশুরা স্বপ্ন দেখবে। শিক্ষার আলোয় আলোকিত হবে। এটাই আশাবাদী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

Latest