Skip to content

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির লোকেরা ERO অফিসে ১০টার বেশি ফর্ম জমা দিলে DJ শুনিয়ে দাও!

1 min read

নিজস্ব সংবাদদাতা : আজ ১৬ই শুক্রবার মেদিনীপুর কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জমতে শুরু করেছে ভিড়। ভোটের ঠিক আগে পশ্চিম মেদিনীপুরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি।

ভাষণের শুরুতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, মেদিনীপুরের মানুষের যে উৎসাহ ও উদ্দীপনা দেখিয়েছে তাতে তিনি কৃতজ্ঞ। তিনি স্মরণ করান, ২০১১ সালের আগে এই জেলায় সিপিএমের হার্মাদেরা যেভাবে অত্যাচার চালিয়েছিল, তার বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়েছিলেন এই জেলার মানুষই। গড়বেতা, শালবনি, কেশপুর, চন্দ্রকোণা, ঘাটাল ও সবংয়ের মানুষ সুশান্ত ঘোষদের মতো নেতাদের বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে এসেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, মেদিনীপুরের মাটিতেই এক জন “গদ্দার” নিজের জেলযাত্রা বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর কটাক্ষ, পশ্চিম মেদিনীপুরে বিজেপির মডেল হল নীচে সিপিএমের হার্মাদ আর উপরে বিজেপির গদ্দার। যাঁরা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীতসন্ত্রস্ত করেছিলেন, আজ তাঁরাই বিজেপির নেতা।এদিন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকেও নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বাংলার বাড়ির টাকা, চালের টাকা, রাস্তার টাকা এবং সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখার অভিযোগ তোলেন তিনি। SIR প্রক্রিয়ার সময়সীমা ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৯ জানুয়ারি করা নিয়েও কেন্দ্র ও কমিশনের সমালোচনা করেন অভিষেক। তাঁর মন্তব্য, এই চার দিনে বিজেপির লোকজন যদি ১০টির বেশি ফর্ম নিয়ে ERO অফিসে যায়, তবে ডিজে শোনানোর নিদানও দেন অভিষেক।

Latest