Skip to content

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) উদ্যোগে রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ বিশ্ব রক্তদাতা দিবস। বিগত বছর গুলোর মতো এবছরও রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে এগিয়ে এলো বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ।বিশ্ব রক্তদাতা দিবসে,বিপ্লবী চে গুয়েভারা জন্মদিনে এবং প্রয়াত শিক্ষক নেতা নেপাল ঘোষের স্মৃতিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বার্জটাউনে অবস্থিত সংগঠনের জেলা দপ্তরে। শিবির শুরুর আগে চে গুয়েভারা ও নেপাল ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। শিবিরের উদ্বোধন করেন সংগঠনের অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন জেলা সম্পাদক মানিকলাল সেনগুপ্ত। এদিন শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৫৪ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন শিবিরে জেলার বিভিন্ন চক্রের শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন জেলা সম্পাদক ধ্রুবশেখর মন্ডল, বর্তমান জেলা সম্পাদক সন্দীপ ঘোষ, জেলা সভানেত্রী প্রীতিকনা গোস্বামী, প্রাক্তন জেলা সম্পাদক মানিকলাল সেনগুপ্ত,এবিটিএ নেতৃত্ব তথা রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। বিশ্ব উষ্ণায়ন রোধে এবং সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের একটি করে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়‌। রক্তসংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। এদিনের শিবিরে সাংগঠনিক কাঠামোর বাইরেও অনেকে নিজের উদ্যোগে এসে রক্তদান করেন। উল্লেখ্য ২০১৭ সালের ১৪-ই জুন শিক্ষক নেতৃত্ব নেপাল ঘোষ প্রয়াত হন।

Latest