নিজস্ব সংবাদদাতা : বুধবার সন্ধ্যার দিকে নারায়ণগড়ের খালিনা বাজারে বিজেপির কর্মীর বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সেখানে প্রচারে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। সেখানেই ৮১ বছরের ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি। জানিয়ে দেন, বিজেপি কর্মী সমর্থকদের কারোর গায়ে হাত পড়লে আগুন জ্বালিয়ে দেবে। একই সঙ্গে নারায়ণগড় স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।অগ্নিমিত্রা বলেন, “গতকাল রাত্রিবেলা এই খালিনা বাজারে নারায়ণগড়ে বিজেপি কর্মীর বাবাকে মেরেছেন। ওর বয়স ৮১ বছর। প্রাক্তন শিক্ষক। বিজেপি নেত্রী ও প্রার্থীর এই মন্তব্য নিয়ে যথারীতি বিতর্ক শুরু হয়েছে। নারায়ণগড় তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার জানার বক্তব্য, "এরকম কথা অনেক বলছেন। কারণ তিনি হারছেন, এটা কনফার্ম।