Skip to content

হাতে এল নতুন পাঠ্যবই : খুদে পড়ুয়াদের হাসিতে ঝলমলিয়ে উঠল আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ আর এক বুক স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে হাজির হয়েছিল এক ঝাঁক খুদে শিক্ষার্থী। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর চক্রের অন্তর্গত আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো 'বই দিবস'। শীতের সকালে নতুন বই হাতে পাওয়ার সেই আনন্দ শিশুদের মুখে ফুটিয়ে তুলেছে এক অনন্য তৃপ্তি।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কচিকাঁচাদের হাতে নতুন ঝকঝকে বই তুলে দেওয়া হয়। কেবল বই বিতরণ নয়, দিনটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ মহম্মদ ইমরান বলেন, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের গাইডলাইন মেনে বিদ্যালয়ে বর্তমানে 'ছাত্র সপ্তাহ' পালিত হচ্ছে। তিনি বলেন "বই দিবস আমাদের এই উৎসবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মূল লক্ষ্য হলো শিশুদের মনে বইয়ের প্রতি ভয় দূর করে ভালোবাসার জন্ম দেওয়া।

পুরো সপ্তাহজুড়ে বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিক্ষাদানের প্রক্রিয়াকে আনন্দময় করে তুলছি।"উৎসবের আমেজ বিদ্যালয় প্রাঙ্গণেএদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সেখ নেজামুদ্দীন বি আহমেদ। এছাড়াও বিদ্যালয়ের অভিভাবক-অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। নতুন বই হাতে পেয়ে খুদে পড়ুয়ারা যেমন খুশি, তেমনি সন্তানদের এই রঙিন পথচলায় খুশি অভিভাবকরাও। সব মিলিয়ে, বই দিবসকে কেন্দ্র করে আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এক সুন্দর আগামীর পদধ্বনি শোনা গেল।

Latest