Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে 'বাল্য বিবাহ প্রতিরোধ'-এ সচেতনতা কর্মসূচী!

নিজস্ব সংবাদদাতা :  সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবনযুদ্ধ। এই ভাবনা থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২৩শে আগস্ট শনিবার জেলা কালেক্টরেট বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সঙ্গে 'বাল্য বিবাহ প্রতিরোধ'-এ সচেতনতা ছড়ানো হয়। পশ্চিম মেদিনীপুর জেলার তিন মহকুমা-ঘাটাল, মেদিনীপুর সদর এবং খড়গপুর থেকে একাধিক স্কুলের পড়ুয়ারা এই কর্মসূচিতে অংশ নেয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদরি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত ও শিক্ষা) মৌমিতা সাহা,মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, খড়গপুর মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও ,জেলা শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস-সহ প্রশাসনের আধিকারিকরা।

তিন মহকুমার পড়ুয়ারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে এলাকার ইতিহাস, দর্শনীয় স্থান, সংস্কৃতি সম্পর্কে সকলের কাছে তুলে ধরে। নিজেদের অভিজ্ঞতা, স্থানীয় মানুষের সঙ্গে আলাপচারিতা এবং ইতিহাসের সঙ্গে বর্তমানের যোগসূত্র খুঁজে বের করে নতুনভাবে জেলাকে চিনতে সাহায্য করে তারা। এ দিনের প্রতিযোগিতায় প্রথম হয় ঘাটাল মহকুমা, দ্বিতীয় হয় মেদিনীপুর সদর এবং তৃতীয় স্থানে থেকে খড়াপুর মহকুমার ছাত্রছাত্রীরা।বিদ্যাসাগরের মডেল রূপে যিনি পুরস্কার গ্রহণ করেন দাসপুর দুই ব্লকের B.D.O প্রবীর কুমার শীট।কর্মসূচির দ্বিতীয় পর্বে ছিল 'বাল্য বিবাহ প্রতিরোধ' বিষয়ক শর্ট ফিল্ম প্রতিযোগিতা।অনুষ্ঠানে জেলাশাসক খুরশিদ আলি কাদরী বলেন, 'লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজের জেলাকে জানার প্রয়োজন। জেলার প্রতিটি স্তরে এই কর্মসূচি চলবে। পাশাপাশি, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি, যা নির্মূল করা সমাজের প্রত্যেকের দায়িত্ব। বিদ্যাসাগরের জেলা হিসেবে আমাদেরই নেতৃত্ব দিতে হবে এই সচেতনতার।'

Latest