Skip to content

পশ্চিম মেদিনীপুরের বেলদায় রেলওয়ে গেট বন্ধ থাকার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বৃদ্ধ!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে রবিবার ২৭শে এপ্রিল সকাল পশ্চিম মেদিনীপুরের বেলদায় লেভেল ক্রসিংটার সামনে । রবিবার সকালে শৌচাগারে গিয়ে তিনি হঠাতই বুকে ব্যথা অনুভব করেন। সেখানেই বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন তিনি। বাবার এই অবস্থা দেখে একটি টোটো ডেকে তাঁকে নিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর ছেলে ও বউমা। কিন্তু লেভেল ক্রসিংয়ের কাছে আসতেই রেল গেট বন্ধ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ রেল গেট বন্ধ থাকায় ছেলের কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বৃদ্ধ মনীন্দ্রনাথ ষড়ঙ্গী। তিনি বেলদার নবোদয়পল্লীর ৭৫ বছর বয়সের বাসিন্দা ছিলেন। পরে তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

পরে বিক্ষোভ প্রতিবাদে পথে আন্দোলন করেন বেলদার মানুষ জনেরা।

Latest