নিজস্ব সংবাদদাতা : রাস্তার বেহাল দশা, আর তাতেই প্রাণ গেল ক্লাস টেনের ছাত্রীর বলে অভিযোগ।জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলার সবংয়ের ভেমুয়া অঞ্চলের বসন্তপুর এলাকার। মৃতের নাম পিঙ্কি পাড়ি(১৬)। সে ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, শনিবার দশম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতেই গলায় দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে এলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রাস্তা। ঢুকতে পারেনি অ্যাম্বুল্যান্স। তখনই স্থানীয় ও পরিবারের লোকজন দোলায় ঝুলিয়ে নিয়ে মূল পাকা সড়ক পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন ওই ছাত্রীকে। এমনকি পরে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।