Skip to content

ভর সন্ধ্যায় রাজ্য সড়কের উপর অপহরণ, আতঙ্ক ঠাকুরচকে!

আহত কাঠ ব্যবসায়ী শেখ আব্দুল ওদুদ আলী।

নিজস্ব সংবাদাতা : পশ্চিম মেদিনীপুরের বেলদার ঠাকুরচকের ব্যস্ততম রাজ্য সড়কের উপর কাঠ ব্যবসায়ীকে অপহরণ করে শ্যামপুরা NH-র ব্যস্ততম হাইওয়ের পাশের জঙ্গলে হাত বাঁধা অবস্থায় ফেলে দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলদা ঠাকুরচক জুড়ে। জানা যায়, গত ৩রা জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঠিক ৭ টা ১৫ মিনিট নাগাদ ঠাকুরচকের আলী স মিলের মালিক শেখ আব্দুল ওদুদ আলীকে ওই মিলে কাঠ কেনার কথা বলতে গিয়ে মুরাদপুর গ্রামের কতিপয় দুষ্কৃতীরা আধো আধো অন্ধকারে টেনে হিঁচড়ে হাত ও মুখ বেঁধে টেনে নিয়ে একটি WB-34CD-8104 মারুতি গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে টাকা পয়সা ছিনতাই করে শ্যামপুরা সংলগ্ন জঙ্গলে ফেলে দিয়ে যায়। এ ঘটনায় বেলদা ঠাকুরচক এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপহৃত ওদুদ আলীর পুত্র শেখ শোয়েব আলী জানান,"তাদের মিলে সিসি টিভি ক্যামেরা থাকায় দুই অপরনকারী শেখ আতাবুল ও শেখ রাহুলকে চেনা গেলেও রাস্তার উপরে থাকা লোকেদের চেনা যায়নি।" অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, শ্যামপুরা হাইওয়ে এবং বেলদা ঠাকুরচক রাজ্য সড়কে প্রতিদিনই পুলিশের মোবাইল ভ্যান তোলা তোলার কাজে যুক্ত থাকে তবুও পুলিশের নাকের ডগায় ওই ঘটনা কি করে ঘটলো? তাঁরা প্রশ্ন করছে বেলদা থানায় এফআইআর, মারুতি নম্বর এবং অপহরণকারীদের নাম লিখিতভাবে দেয়া সত্বেও কেন আজও অপরাধীদের আড়াল করছে পুলিশ? এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের ধারণা এর পিছনে নিশ্চয় কোনো প্রভাবশালী রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে।

FIR COPY
FIR COPY

Latest