পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ৫ই ডিসেম্বর শুক্রবার মেদিনীপুর শহরের পঞ্চুরচকে বিজেপি মন্ডল–১-এর উদ্যোগে আয়োজিত পরিবর্তন পথসভা পথ চলা শুরু।এইদিন পঞ্চুরচকে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে বিজেপির পরিবর্তন সভামঞ্চে থেকে বিজেপির নেতৃত্ব রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরে। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার কাটমানি, দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি, দুর্নীতি—সব মিলিয়ে রাজ্য আজ নৈতিক সংকটে।উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা বিজেপির সহ-সভাপতি ডাক্তার শঙ্কর গুছাইত, শুভজিৎ রায়, চন্দন ঘোষ, অভিক চক্রবর্তী সহ বহু বিজেপি নেতা–কর্মী। বাংলাকে বাঁচাতে হলে প্রকৃত পরিবর্তন আনতে হবে।আর সেই কারণেই প্রয়োজন সত্যিকারের পরিবর্তন। সভামঞ্চ থেকে ২০২৬ বিধানসভাকে লক্ষ্য করে সংগঠন শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়।এবার বাংলার পরিবর্তন চাই, দুর্নীতি–মুক্ত সুশাসন চাই। ২০২৬ বিধানসভায় সোনার বাংলা গড়তে তৃণমূলকে সরিয়ে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে।