নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে মেদিনীপুর শহরের কলেজ মাঠে শুরু হল ২৪তম বইমেলা। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের কবিতা অ্যাকাডেমির সভাপতি কবি সুবোধ সরকার, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পৌরপ্রধান সৌমেন খান, উপ-পৌরপ্রধান মৌ রায়,মন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, বিধায়ক মমতা ভূঞ্যা, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সন্দীপ টুডু, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, ও প্রধান শিক্ষক অরূপ ভূঞ্যা, জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বই পড়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বলেন, ডিজিটাল যুগেও বই মানুষের জ্ঞানচর্চা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের বইমেলা নতুন প্রজন্মকে পাঠাভ্যাসের প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

শহরের প্রধান রাজপথে মনীষীদের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করতে করতে বর্ণাঢ্য মিছিল এগিয়ে চলল। এভাবেই শুরু হলো চব্বিশতম পশ্চিম মেদিনীপুর বইমেলা। তারপর প্রদীপ প্রজ্জ্বলন করে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়।কবি সুবোধ সরকারবক্তব্য উপস্থাপন করার পর সকলের সমবেত অনুরোধে আবৃত্তি করলেন স্বরচিত কবিতা মণিপুরের মা।